মোঃ শরিফুল ইসলাম ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র নাথ দাসের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বৈরাচারী আচরণের অভিযোগ এনে শিক্ষার্থী ও এলাকাবাসী তাঁর অপসারণের দাবি জানিয়েছেন।
৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বানিয়াজুরী-ঘিওর সড়কের কলেজ গেটের সামনে এই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভর্তি ও রেজাল্ট ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম চলছে। এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষক-শিক্ষার্থী উভয়েই সমস্যার মুখোমুখি হচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, প্রশাসনিক স্বচ্ছতা না থাকায় তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যত ঝুঁকির মুখে পড়ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফ খাঁন, মাওলানা সোলায়মান, মোঃ রাকিবসহ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক। তারা শিক্ষা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কাছে অবিলম্বে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অধ্যক্ষের অপসারণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।